সফল ফ্রিল্যান্সার..!

সফল ফ্রিল্যান্সার..!

কম্পিউটারের বেসিক ধারণা এবং মোটামুটি ইংরেজিতে লেখা এবং বুঝতে পারার পাশাপাশি আরো যা যা কিছু আপনার প্রয়োজন.!

গুগোল সার্চ দেয়া জানা, যদি গুগোলের সাথে মনের ভাব আদান প্রদান করতে পারেন তাহলে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে যত বারই হোচট খান না কেন তত বারই গুগোলের কাছে গিয়ে মনের কথা প্রকাশ করতে পারবেন এবং সলিউশন নিতে পারবেন। এই একটা মাত্র স্কিল আপনাকে যে কোন কাজে সাহায্য করবে, গুগোল সার্চ করতে পারলে কোন মেন্টর বা আন্য কারো পিছে ছুটতে হবে না।

আপনি যে কাজ করবেন সে কাজের জন্য একটি পোর্টফলিও ওয়েবসাইট তৈরি করতে হবে,আপনার কাজগুলো ওই ওয়েবসাইটে আপলোড করবেন, যাতে ক্লায়েন্টের সাথে আপনার যোগাযোগের একটি রাস্তা হয়

আপনি এখন নির্দিষ্ট সময় মাইন্ড সেট করুন যে সময়টা শুধু আপনি নিজের ক্যারিয়ারের জন্য দিবেন , এবং সেই সময়টাতে যাই ঘটুক না কেন আপনি আপনার স্কেল ডেভেলপ করা ছেড়ে দিবেন না প্রতিদিন রুটিন অনুযায়ী কাজ চালিয়ে যাবেন, যেই সেক্টরেই স্কিল ডেভেলপ করেন না কেন কমপক্ষে এক বছরের সময় হাতে নিয়ে নিরলস কাজ চালিয়ে যান।

এবং এই একটি বছর কোন প্রকার ইনকামের আশা করা যাবে না , আপনার পুরোটাই ফোকাস থাকবে স্কেল ডেভেলপ করার জন্য । কমপক্ষে এক বছরের সময় হাতে নিয়ে নামেন এবং আপনি যেই সেক্টরে কাজ করবেন সেটার উপর ঘাটাঘাটি করুন। সেই সেক্টরে facebook গ্রুপে জয়েন হোন এবং বিভিন্ন ফর্মে একটিভ থাকুন।

ভালো ভালো কিছু ইউটিউব চ্যানেল ফলো করুন, এবং এর ওপর বিভিন্ন আর্টিকেল পূরণ।

ফ্রিল্যান্সিংয়ের সফলতার মন্ত্র একটাই, সেটা হলো ধৈর্যের সাথে লেগে থাকা এবং চেষ্টা চালিয়ে যাওয়া। এভাবে ধৈর্যের সাথে একটি বছর চালিয়ে যেতে পারলে , আপনিই আপনার অবস্থার ভালো জবাব দিতে পারবেন।

https://meghna.fun

https://elexmart.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *